চাঁদপুর

ডেসওয়া চাঁদপুর শাখার উদ্যোগে জঙ্গিবিরোধী মানববন্ধন

ডিফেন্স এক্স-সোলর্জাস ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট চাঁদপুর জেলা শাখার আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানবতা বিরোদীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি সোমবার (৮আগস্ট) সকাল ১০টায় শহরের শপথ চত্বর মোড়ে পালিত হয়েছে।

এতের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। ‘তিনি বলেন, সারাদেশে জঙ্গিবাদরা মাথাচাড়া দিয়ে উঠেছে। আর তাদের প্রতিহত করতে সরকার কাজ করছে। দেশের মানুষ আজ সোচ্চার হয়েছে। আমরা এ বিষয়ে সতর্ক কিন্তু শংকিত নই।ৎ’

‘ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার জন্যই দেশ স্বাধীন করেন নি। তিনি বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে হিসেবে দেখতে চেয়েছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন দেশে উন্নয়নের জন্য কাজ করছেন ঠিক তখনই একটি মহল উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।’

‘ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে, তারা মুসলামন হতে পারে না। তারা মুসলমান নামধারী শত্রু। তাদের প্রতিহত করতে হলে সকলে একত্রিত হতে হবে। রাসূল (সা.) আচরণ দিয়ে ইসলাম প্রচার করতেন। আর তারা ইসলামের নামে মানুষ হত্যা করছে। আমরা সবাই জানি তারা ইসলাম নামধারী শত্রু। আমরা এ অপশক্তিতে কবর দিয়ে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ গড়বো।’

এ সময় উপস্থিত ছিলেন ডিফেন্স এক্স-সোলর্জাস ওয়েল ফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট চাঁদপুর সদর থানার সভাপতি মো. নুরুল আলম মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবদুল আউয়াল মিয়াজী, মতলব দক্ষিণ থানার সভাপতি মো. মোজাম্মেল হক, মতলব উত্তর থানার সভাপতি মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলা শাখার সভাপতি মো. আবু বক্কর মিয়াজী, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মো. আলী আকবর পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, হাইমচর উপজেলা শাখার সভাপতি মো. নাজমুল হাসান প্রমুখ।

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম
Share