চাঁদপুরে আপনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

‘আমরা পর নই’ এ শ্লোগানকে সামনে রেখে পথচলা সামাজিক সংগঠন আপন -এর আয়োজনে চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট করা হয়েছে।

১৩ নভেম্বর রোববার দিনব্যাপি চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা চালানো হয়।
সকাল ৯ টায় শহরের শপথ চত্বরে সচেতনতা মূলক প্রচারণার উদ্বোধন করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.এ.কে.এম মাহাবুবুর রহমান।

এরপর সকাল ১০ টায় ড্যাফোডিল স্কুল এন্ড কলেজে আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিলুর রহমান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ নুর খান।

আপনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক রোটারিয়ান ডা.রাশেদ ডাক্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব আশিক বিন রহিমের সঞ্চালনায়, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট কলামিস্ট রোটারিয়ান ডা. মাসুদ হাসান, চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ শাহনাজ মুক্তা প্রমুখ।

বক্তারা বলেন,‘ অসচেতনতা এবং অসাবধানতার কারণে ডেঙ্গু প্রকট আকার ধারণ করছে। চাঁদপুরেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। চাঁদপুরে সর্বপ্রথম সামাজিক সংগঠন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় এগিয়ে এসছে। এজন্য আমরা সংগঠনটির সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বক্তারা আরো বলেন,‘ নিকট অতিথিও করোনার মহামারিতে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছিলো। আমাদের দেশেও অনেক মানুষ মারা গেছে।’

সরকারের নানা উদ্যোগ এবং জনগণের সম্মিলিত সচেতনতায় আমরা যেমন করোনার মহামারিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তেমনিভাবে সবাই সচেতন হলে ডেঙ্গু মহামারিও প্রতিরোধ করা সম্ভব।

এছাড়াও চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে দিক নির্দেশনামূলক লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,আপনের সদস্য আলামিন মুন্সি,মো.আল আমিন,সাইফ, তানভীর,সিমরান,তানভীর হাসান প্রমুখ।

১৩ নভেম্বর ২০২২
এজি

Share