ডেঙ্গু একটি মারাত্মক রোগ। এটি শরীরের রক্তনালীতে প্রদাহ সৃষ্টি করে। ফলে, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, মাথাব্যথা হয়, শরীরে ব্যথা হয়, বমি হয় এবং রক্তপড়া হয়। ডেঙ্গু মারাত্মক হলে মৃত্যুও হতে পারে।
ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। জনগণকে অবশ্যই ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে। তাদেরকে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, মশার আতুরঘর বিনষ্ট করতে হবে এবং বাড়িতে কোথাও পানি জমা থাকতে দেওয়া যাবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর নেগলেক্টেড ডিজিজ কন্ট্রোল বিভাগ জানাচ্ছে, এডিস মশা চরিত্র বদলাচ্ছে। কামড়ের নির্দিষ্ট সময়ও বদলাচ্ছে।
গত বছর ১২৯টি দেশে মোট প্রায় ৫২ লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। চলতি বছরে ইতোমধ্যেই লাতিন আমেরিকায় ডেঙ্গুতে আক্রান্ত প্রায় ৪০ লাখ মানুষ। আর্জেন্টিনা, বলিভিয়া, পেরু,প্যারাগুয়েতে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে।
ডেঙ্গু একটি ভয়াবহ রোগ কিন্তু এটি প্রতিরোধযোগ্য। সচেতনতা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি।
ডেঙ্গু প্রতিরোধের উপায় মশারি ব্যবহার করুন,মশার আতুরঘর বিনষ্ট করুন বাড়িতে কোথাও পানি, জমা থাকতে দেবেন না,ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এড়িয়ে চলুন ও ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকুন ।
ডেঙ্গু হলে করণীয় : প্রচুর পরিমাণে পানি পান করুন, বিশ্রাম করুন ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।
৩ সেপ্টেম্বর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur