শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডেঙ্গুর কারণে প্রতিবছর আমরা অনেক প্রিয়জনকে হারাচ্ছি। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি। বাংলাদেশে যে সংখ্যাটি আছে সেটি কমিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে।
শনিবার (১৭ জুন) লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করতে ডিএনসিসি আওতাধীন এলাকার সকল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গু সচেতনতায় এই মতবিনিময় সভার আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ তাই সবাইকে দায়িত্ব নিতে হবে। এটিকে প্রতিরোধ করতে হবে। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সে জাতি মশার সঙ্গে যুদ্ধ করতে পারবে না?
ডা. দীপু মনি বলেন, সিটি কর্পোরেশন কিন্তু সবার বাড়িতে গিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসতে পারবে না। সিটি কর্পোরেশন সচেতন করতে পারে, বাইরে যেসব জায়গায় পানি জমে আছে, লার্ভা আছে সেখানে ওষুধ ছিটাতে পারে। কিন্তু যার যার বাসা বাড়ি, আঙিনা তাদের পরিষ্কার করতে হবে। নিজেদের জীবন বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষকদের কথার অনেক দাম। আপনারা শিক্ষার্থীদের যা শেখাবেন সেটি তারা আত্মস্থ করে ফেলে। শিক্ষার্থীরা নিজেরা সেগুলো চর্চা করে এবং অন্যদেরও শেখাতে পারে। সচেতনতা বার্তা সম্বলিত লিফলেটগুলো আমরা আপনাদের দিয়ে দেব সেগুলো শিক্ষার্থীদের দেবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ডিএনসিসি মেয়রের উপদেষ্টা ও কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার প্রমুখ।
টাইমস ডেস্ক/ ১৭ জুন ২০২৩