Home / সারাদেশ / ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, বছরের সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি
ডেঙ্গুতে

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, বছরের সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। একই সময়ে আরও ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। শনিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪২ জন মারা গেলেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৫০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৩৪৪ জন ঢাকার বাইরের। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৩৯ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৭ জন।

টাইমস ডেস্ক/ ২৪ জুন ২০২৩