ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৮৪ জন। তাদের মধ্যে ২২৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৬০ জন। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩১ জন। এরমধ্যে পাঁচ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ২১৬ জন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৫০ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ৭১১ জন, আর বাকি ১৩৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৩৯৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৬ হাজার ৫১৬ জন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur