জাতীয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি

এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই ভর্তি আছেন ৮৪ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৮২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭৩১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত পাঁচটি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা শেষে এর মধ্যে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যানে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জনের মৃত্যু হয়।

ঢাকা ব্যুরো চীফ,১৩ নভেম্বর ২০২০

Share