গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২৯ জন। আর এদের মধ্যে ঢাকাতেই শনাক্ত ২৮ জন। আর একজন ঢাকার বাইরের।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব গেছে।
অধিপ্তরের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে রয়েছেন ১২৮ জন আর ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন তিনজন।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তথ্য নেই।
বুধবার অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা জানানো হয়। বুলেটিনে বক্তব্য দেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। তিনি বলেন, বৃষ্টিতে পানি জমে থাকছে। এ কারণে ডেঙ্গুর বাহক এডিস মশা কিছুটা বাড়ছে।
ঢাকা ব্যুরো চীফ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur