ইংরেজি জাতীয় দৈনিক ‘ডেইলি ইন্ডাস্ট্রি’ পত্রিকার চাঁদপুরের কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে আইডি কার্ড পেলেন সাংবাদিক জিসান আহমেদ নান্নু।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ পুরানা পল্টনে পত্রিকার কার্যালয়ে পত্রিকার বার্তা সম্পাদক মো. জামাল হোসেনের হাত থেকে জিসান আহমেদ নান্নু ্এ আইডি কার্ড গ্রহন করেন।
শেখড় সন্ধানী সাংবাদিক জিসান আহমেদ নান্নু ২০০৬ সালে সংবাদ পেশায় যোগদান করেন। বর্তমানে সে দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ চাঁদপুর টাইমসের স্টাফ করেসপন্ডেন্ট।
এছাড়া ও তিনি কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক, কচুয়া উপজেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি ও সোনার বাংলা সাহিত্য পাঠাগারের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
ভবিষ্যতে তিনি কচুয়ার সাংবাদিকতার মান বৃদ্ধি ও পেশাগত কাজ এগিয়ে নিতে সকল সাংবাদিক ও কচুয়াবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।
করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur