Home / শিল্প-সাহিত্য / ডেইজী আশরাফ-এর দুটি কবিতা
ডেইজী আশরাফ-এর দুটি কবিতা

ডেইজী আশরাফ-এর দুটি কবিতা

‎Saturday, ‎May ‎09, ‎2015  11:50:42 PM

১. আসছে দুঃসময়

আসছে সময় এগিয়ে
সময় বড় খারাপ
যখন ঘুরবে পায়ে পায়ে
সবার মনে পাপ।

ঘুমন্ত পাখিকে বধ করবে
শিকারি যখন তখন
মানুষের হিংস্রতা পশুদেরকে
করবে আলোড়ন।

মায়েরই স্নেহের আঁচল
পুরাবে নিজের সন্তান
বাবার আদরকে সন্তানেরা
করবে না আর সম্মান।

যত কুঁড়ি সব ছিড়ে ফেলবে
ভ্রমর দলে দলে
রক্ত ফেতে ঝর্ণা বইবে
ভোরের পাখির বোলে।

পাপের শাস্তি পাবে সবাই
যদিও হাতে হাতে
তবুও তারা পাপকে রাখবে
নিজের সাথে সাথে।

এমনই দিন আসছে সামনে
সময়ের সাথে বেয়ে
অসহায় হয়ে মানবজাতিকে
দেখতে হবে তাই চেয়ে।

২. শুধরে নেবো

যদি আবার তোমাকে পাই
শুধরে নেবো
জীবনের ভুলগুলো

যদি আবার তোমাকে পাই
ভরিয়ে নেবো
জীবনের মুহূর্তগুলো।

যদি আবার তোমাকে পাই
অকৃত্তিম
ভালবাসা শুধু বিলাবো

যদি আবার তোমাকে পাই
তবে
মেঘের সাথে ভেসে যাবো

যদি আবার তোমাকে পাই
তাহলে
আকাশের নীল হবো।

যদি আবার তোমাকে পাই
তবে জেনো
ভালোবাসা কাড়ছি না

যদি আবার তোমাকে পাই
তবে জেনো
জীবনেও তোমাকে ছাড়ছি না ।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes