প্লাবনী
প্লাবনী নামের একটি মেয়ে
প্লাবন হয়ে এসে
বুকের মাঝে সুখ হয়ে
গিয়েছে রক্তে মিশে ।
বুকের স্পন্দন সে এসে
দিয়েছে কখন বাড়িয়ে
তারই মাঝে আমা হতে আমি
গিয়েছি যে কখন হারিয়ে
তারই মাঝে আমি এখন
আমার পৃথিবী খুঁজে পাই
প্লাবনীকে নিয়ে তাই তো আমি
নতুন এক পৃথিবী সাজাই ।
ঘৃণা
তোমাকে ভাবতে গেলে
ঘৃণা ঝরে রাশি রাশি
তখন আর অভিনয়েও বলতে পারি না
তোমাকে ভালবাসি ।
ভাবতে পারি না তুমি আর কত
খোলস বদলাতে পারো ?
প্রশ্ন অসংখ্য? ক্রোধের সাথে
ছিঃ ভাবতে পারি না একবারো ।
তোমার চেয়ে গলির মোড়ের
কুকুর টাও অনেক ভাল
কাকটাও কর্কশ যতই
রং টাও যতই কালো ।
একবার নয় অসংখ্য বার
সম্পর্ক ছিন্ন করি
তোমার কথায় অসংখ্য বার
গলাতে দেই দড়ি ।
তোমার আদর ভাবতে গেলে
কণ্ঠনালী চেপে ধরি
তোমার ছোয়ায় অসংখ্য বার
পবিত্র হতে ¯œান করি ।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur