ডুমুরিয়া বাজারে নতুন আঙ্গিকে ফুড চাইনিজ এন্ড মিনি কমিউনিটি সেন্টারের উদ্বোধন

বাংলা,চাইনিজ, ফাস্টফুড ও থাইফুড দেশীয় ও সুস্বাদু খাবারের সমাহার নিয়ে কচুয়া উপজেলার ডুমুরিয়া বাজারে নতুন আঙ্গিকে ফুড চাইনিজ এন্ড মিনি কমিউনিটি সেন্টারের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। হাজিগঞ্জ-কচুয়া আঞ্চলিক সড়কের পূর্ব পাশে ডুমুরিয়া মধ্য বাজারে শনিবার দুপুরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

ডুমুরিয়া ফুড চাইনিজ এন্ড মিনি কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসান উল্যাহর সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা মোঃ আরিফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব মো: আবদুল ওয়াদুদ মজুমদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবদুস ছোবহান, ডুমুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা: মো: হানিফ মিয়া দুলাল, সমাজ সেবক মোস্তফা কামাল, সমাজ সেবক হাজী মো: জাকির হোসেন,এনআরবিসি ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন, স্যোসাল ইসলামী ব্যাংক কচুয়া শাখার অফিসার মো: এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল আহমেদ ও হানিফ মিয়াজী প্রমুখ। এ সময় ডুমুরিয়া বাজারের ব্যবসায়ী, সুধীজন সহ বিভিন্ন গণ্যমান্য উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠানটি সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: কামাল হোসেন। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক মো: আহসান উল্যাহ বলেন, ব্যবসায়িক উদ্দেশ্য নয়, সেবার মনোভাব নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি যাত্রা পুনরায় শুরু করা হয়েছে। দেশীয় সুস্বাদু খাবার খেতে এ প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ নভেম্বর ২০২৫