২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা রোগীদের সেবার জন্য ২টি ডিজিটাল প্রেসার মেশিন প্রদান করছেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ।
আজ সোমবার ২৬ জুলাই দুপুরে ২টি ডিজিটাল প্রেসার মেশিন চাঁদপুরের সিভিল সার্জন ডা.মো.সাখাওয়াত উল্লাহর হাতে মেশিন দু’টি তুলে দেন তিনি। পরে প্রেসার মেশিনগুলো হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা.সুজাউদ্দৌলা রুবেলের নিকট হস্তান্তর করা হয়।
ডা.সুজাউদ্দৌলা রুবেল বলেন,‘এ হাসপাতালের ১২০ শয্যার করোনা ইউনিটে মাত্র একটি ডিজিটাল প্রেসার মেশিন রয়েছে। যা দিয়ে সেবা দেয়া কস্টকর হয়ে উঠেছে।’
সিভিল সার্জন মো.সাখাওয়াত উল্লাহ বলেন,‘হাসপতালে মেডিকেল ইকুপমেন্টের তীব্র সংকট রয়েছে জানার পর সাংবাদিক আলম পলাশ এ হাসপাতালের ২টি ডিজিটাল প্রেসার মেশিন দান করেন।
এর আগেও তিনি তাঁর পরিবারের পক্ষ থেকে করোনা রোগীদের স্বাস্থ্য সেবার জন্য অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার দান করেন। এভাবে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে করোনা রোগীসহ অন্যান্য রোগীদের স্বাস্থ্য সেবায় আরও পরিবর্তন আসবে।’
সাংবাদিক আলম পলাশ বলেন,‘করোনার এ মহামারীর সময়ে আমি এ সামান্য সেবা দিতে পেরে সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ । ’
সিনিয়র করেসপন্ডেন্ট,২৬ জুলাই ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur