যে কাজটাই করো, সেটার লক্ষ্য থাকতে হবে: ডিসি
নতুন শতাধিক ভোটারের (শিক্ষার্থী) অংশগ্রহনে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ ‘নির্বাচনী অলিম্পিয়াড’।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে কার্যক্রম উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া।
তিনি নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, এই অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি, গণতন্ত্রের মূলবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার সুযোগ হয়েছে। সুজনের সহযোগিতায় এই আয়োজন অবশ্যই অংশগ্রহণকারীদের আরো অনেক সমৃদ্ধ করবে এবং সচেতন নাগরিক তৈরী হবে।
পরে কলেজের অডিটোরিয়ামে ৫০টি এমসিকিউ পদ্ধতির প্রশ্নের মাধ্যমে ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরীক্ষায় অংশগ্রহনকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়। এর মধ্য থেকে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী ৩জন জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
অলিম্পিয়াডের আয়োজনে ছিলো দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এবং সার্বিক সহযোগিতায় ছিলো সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটি।
পরীক্ষা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও বিজয়ীদের হাতে সনদপত্র তুলেদেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর সরকারি কলেজে আজকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) যে আয়োজন করেছে, এটা নিঃসন্দেহে ভালো আয়োজন। নাগরিক কাকে বলে আমি ব্যক্তিগতভাবে একটু আলোকপাত করি। আমার কাছে মনে হচ্ছে নাগরিক হচ্ছে সে, যে ভোর বেলা ঘুম থেকে উঠে সবার আগে নিজের বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখে। সেই নাগরিক যে সকাল বেলা ঘর থেকে বের হওয়ার সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে এই নিয়ত করে, যে আমার দ্বারা যেনো চারপাশের পরিবেশ বিনষ্ট না হয়, এই শপথ যে করে সেই হচ্ছে নাগরিক।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি সঠিক কাজটা কর, সঠিক মন নিয়ে কর, সঠিক পদ্ধতিতে কর। জালাল উদ্দিন রুমি বলেছেন-তোমার প্রয়োজনের অতিরিক্ত যা আছে, তাই হল বিষ। এই বিষমুক্ত সমাজ আমাদের গড়তে হবে। তার জন্য দরকার একটা সুষম চিত্র। যদি মনে করো তোমার একটা পা নেই, তাহলে তোমার স্যান্ডেল একটা লাগবে না। কিন্তু যার দুটো পা নেই, তার হয়তো অন্য সহযোগিতা লাগবে, তার ভর দেয়ার জন্য কিছু লাগবে। কেউ হয়তো চোখে ঝাপসা দেখছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, তাকে জগত দেখার সুযোগ করে দিতে হবে। শুধু দেখার অধিকার আমার আছে, তোমার নাই, এই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে।
নাজমুল ইসলাম সরকার বলেন, পাঠ্য বই কখনোই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই তুমি যে কাজটাই করো না কেন, সেটার একটা লক্ষ্য থাকতে হবে। তুমি তার জন্য কাজ করো, যে এই সমাজে অবহেলিত। আমরা সবাই জানি যুদ্ধ জয় করার জন্য প্রধান অস্ত্র হচ্ছে কলম। একটি লেখনি কলমের একটু কালি সমাজ পরিবর্তন করতে পারে। তার চমৎকার উদাহরণ হচ্ছে পানি লাগবে পানি। আচরণের পরিবর্তন বিশ্ব পরিবর্তন করতে পারে।
তিনি বলেন, আগামীর পৃথিবী তোমাকে মনে রাখবে না। আগামীর পৃথিবী তোমাকে মনে রাখতে হলে তোমাকেই কালচারাল করতে হবে, তোমাকে ইনভেস্ট করতে হবে। যে ভালো করবে সে এগিয়ে যাবে, যে ভালো করবে না সে পিছিয়ে থাকবে। বিজয়ের মাস চলছে, আমরা সকলেই বিজয়ের কথা বলি। কিন্তু মনের অন্তরে আমাদের বিজয়ের না বলে নিজের বিজয়ের কথা বলে চলি। এটা থেকে বেরিয়ে আসতে হবে।
সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি আলম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রহিম বাদশা।
সুজনের আঞ্চলিক সমন্বয়ক নাছির উদ্দিন এর সঞ্চালনায় সমাপনীতে আরো বক্তব্য দেন চাঁসকের উপাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁসক রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান লোকমান হোসেন।
সবশেষে অলিম্পিয়াডে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। এরপর শপথ বাক্য পাঠ করান সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন। অনুষ্ঠানে সুজন চাঁদপুর জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৬ ডিসেম্বর ২০২৫