’ডিমান্ড থাকলে চুমুও খাবো, বিকিনিও পরবো’

মাত্র কয়েক বছর হলো অভিনয় শুরু করেই ভারত-বাংলাদেশ দু’দেশেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন পরীমণি। অভিনয় তো আছেই, তাঁকে নিয়ে গসিপও কম নয়। তিনি পরীমণি।

সম্প্রতি ভারতীয় মিডিয়া আনন্দবাজারে তিনি প্রথম সাক্ষাৎকার দিলেন। নিজের অভিনয় প্রতিভা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ১০-এ তিনি নিজেকে ২ নম্বরও দেবেন না। কারণ হিসেবে বলেন, ‘আমি এখনও শিখছি। প্রতিদিনই আমার নতুন নতুন পরীক্ষা চলছে। তাই এই বিচার করার আমি কেউ নই। তবে অভিনয়টা আমার মধ্যে আছে এটা আমি জানি।’

‘ক’দিন ধরে ফেসবুকে ইসমাইল নামে একজনের সঙ্গে আপনার ছবি নিয়ে খুব হৈ চৈ চলছে। ব্যাপারটা কী বলুন তো?’ এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘বাংলাদেশের কিছু মানুষ আসলে খুব হিংসুটে। আমি লক্ষ্য করে দেখেছি, নায়ক-নায়িকার সিনেমা রিলিজের আগে এমন কিছু করেন যাতে তাঁদের নিয়ে নেগেটিভ লেখালিখি হয়। কিন্তু এ সব প্রমাণ করাটা কঠিন। এ সব ভিত্তিহীন আলোচনা।’ অ

ভিনয়ের জন্য আপনি কতটা সাহসী হতে পারবেন? এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘দেখুন, শিল্পীদের ক্ষেত্রে এই ট্যাবু থাকা উচিত নয়। আমারও নেই। তাই চিত্রনাট্যের ডিমান্ড থাকলে আমি চুমুও খাব, বিকিনিও পরব।’

এছাড়া পরীমণি বলেন, রবীন্দ্রনাথের গল্পের যে কোনও চরিত্রে অভিনয় করা তার স্বপ্ন। পরীমণি বলেন, ‘রবি ঠাকুর আমার প্রথম প্রেমিক। আমি আঁকতে শেখার পর প্রথম ওঁর ছবিই এঁকেছি। তাই এই অবসেশন আমার আছে। এমন আমি এটাও ঠিক করে নিয়েছি নামের অক্ষরে ‘র’ না থাকলে সেই ছেলেকে আমি বিয়ে করব না।’ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথকে তো পেলাম না। তাই দুধের স্বাদ ঘোলেই মেটাব।’ (আনন্দবাজার)
নিউজ : আপডেট ১:৩৬ এএম, ৬ মার্চ ২০১৬, রোববার
ডিএইচ

Share