Home / চাঁদপুর / চাঁদপুর জেলা ডিবি পুলিশের ২৯ সদস্যকে একযোগে বদলী
ডিবি পুলিশের

চাঁদপুর জেলা ডিবি পুলিশের ২৯ সদস্যকে একযোগে বদলী

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের( ডিবি ) ২৯ জনকে একযোগে বদলী করা হয়েছে । এর মধ্যে ৬জন এসআই, ৫জন এএসআই ও বাকী ১৮ জন কনস্টেবল। ৯জুন মঙ্গলবার রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন ।

হঠাৎ গণহারে বদলীর ঘটনায় চাঁদপুরে পুলিশ বিভাগে আতংক বিরাজ করছে । বিশেষ করে যারা ২ বছরের অধিক সময় একই স্থানে রয়েছেন, কিংবা বছরের পর বছর একই কর্মস্থলে থাকছেন।

জানা গেছে, সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে চাঁদপুর ডিবি পুলিশে বছরের পর বছর এসব এসআই, এএসআই ও পুলিশ কনষ্টেবলরা পদ আকঁড়ে রেখেছেন । ঘুরে ফিরে এসব পুলিশ অফিসাররা ডিবিতে চাকুরী করেছেন । এতে করে তারা নানা বির্তকের ঘটনায় জড়িয়ে পড়ছেন । অনেকের বিরুদ্ধে নানা অভিযোগও ছিলো । অবশেষে সেই বিতর্কিতদের বদলী করা হলো ।

এদিকে চাঁদপুরে ডিবি পুলিশের বদলীর বিষয়টি স্বাগত জানিয়েছে সুধীমহল । পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন সুধীমহল ।

চাঁদপুর ডিবির ওসি রনজিত কুমার বড়ুয়া বদলীর সত্যতা স্বীকার করেন । তবে এ বিষয়ে আর কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, চাঁদপুর ডিবিতে কর্মরত বেশ কজন এসআই, এএসআই ও কনস্টেবলকে বদলী করা হয়েছে । বিশেষ করে যারা ডিবিতে ২বছরের অধিক সময় রয়েছেন, তাদেরকে বদলী করা হয়েছে । আর যাদের মেয়াদ শেষ হয়েছে , তাদেরকেও বদলী করা হয়েছে । জেলা পুলিশের অন্যান্য দফতর ও থানায় ধারাবাহিকভাবে এই বদলীর প্রক্রিয়া চলবে ।

স্টাফ করেসপন্ডেন্ট, ১০ জুন ২০২০