ডিজিটাল ক্রিয়েটর কী এবং কেন
ডিজিটাল ক্রিয়েটর হলো এমন ব্যক্তি যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো অনলাইন প্ল্যাটফর্মে কোনো পণ্য, ব্র্যান্ড বা পরিষেবা নিয়ে কনটেন্ট তৈরি করেন। এই কনটেন্টগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন—ভিডিও, ছবি, লেখা বা পডকাস্ট,যা ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করা হয়।
ডিজিটাল ক্রিয়েটরদের কিছু বৈশিষ্ট্য
কনটেন্ট তৈরি:তারা ডিজিটাল মাধ্যমে কনটেন্ট তৈরি করেন,যা তারা তাদের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করেন।
একটি নির্দিষ্ট বিষয়:তারা একটি নির্দিষ্ট বিষয় বা আগ্রহের উপর ফোকাস করে একটি বিশ্বস্ত দর্শক গোষ্ঠী তৈরি করেন।অনলাইন প্ল্যাটফর্ম:তারা ইউটিউব, ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করেন। আয়:ক্রিয়েটররা ব্র্যান্ড স্পনসরশিপ,পণ্যদ্রব্য বিক্রি বা অন্যান্য অনলাইন মাধ্যমে আয় করতে পারেন।
শুরু করার জন্য:যেকোনো ফেসবুক অ্যাকাউন্টে নিজের ভিডিও রেকর্ড করার মাধ্যমে একজন ডিজিটাল ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করা যায়,তবে ভিডিও কনটেন্ট বেশি আকর্ষণীয় হওয়ায় ভিডিও সম্পাদনার দক্ষতা থাকা ভালো।
১৬ নভেম্বর ২০২৫
এজি