চাঁদপুর সদর উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিয়ের এজেন্ট মো:মাহমুদুল হাসান ব্যাংক এশিয়ার সেরা পারফর্ম এওয়ার্ড গ্রহণ করেছেন। মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে ২৩ মার্চ ঢাকার আগারগাঁও ইন্সটিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ মিলনায়তনের অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রজেক্ট ডিরেক্টর ও অতিরিক্ত সচিব ড.আব্দুল মান্নান (পিএএ), জয়েন্ট প্রজেক্ট ডিরেক্টর (জয়েন্ট সেক্রেটারি) সেলিনা পারভেজ ও ব্যাংক এশিয়া লিমিটেডের এমডি আরফান আলী।
সভায় এটুআই এর মোঃ তাহুরুল হাসান, মোঃ কামাল হোসেন সৈকত, মোহাম্মদ ইকবাল হোসাইন, মোঃ মাসুম বিল্লাহ, ব্যাংক এশিয়া লিমিটেডের মোঃ জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে “মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন” উপলক্ষে সারাদেশের বিভিন্ন ক্যাটাগরীতে ৩৪ জন উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্টানে দেশসেরা উদ্যোক্তা ১০ জন দেশসেরা নারী ৩ জন, বিভাগীয় সেরা ৮ জন, ক্যাম্পেইন সেরা ৩ জন, ব্যাংক এশিয়ার সেরা পারফর্ম ১০ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিবেদক:আনোয়ারুল হক,২৪ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur