Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
ডিজিটাল বাংলাদেশ দিবস

ফরিদগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

বাংলাদেশ ডিজিটাল দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন , সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো: মনির উজ্জামান এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে।

এ দিবসের পূর্ব নাম আইসিটি দিবস বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২৬ নভেম্বর ২০১৮ তারিখে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে।

ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট, ১২ ডিসেম্বর ২০২০