Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ডিজিটাল কুইজে মতলব উত্তর ও দক্ষিণে ৬ জন বিজয়ী
Chandpur-Times

ডিজিটাল কুইজে মতলব উত্তর ও দক্ষিণে ৬ জন বিজয়ী

চাঁদপুর জেলা পৃরশাসক কর্তৃক আয়োজিত ডিজিটাল মেলা -২০২০ এর ডিজিটাল কুইজ প্রতিযোগিতা ৩ -এ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় বিজয়ী হয়েছেন ৬ জন।

মতলব উত্তর উপজেলায় ৩ জন বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন কালিপুর স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী শিমলা আক্তার রিতু,দ্বিতীয় হয়েছেন ১২ নং ফরাজী কান্দি ইউনিয়নের সরূারকান্দি গ্রামের মোঃ তোফায়েল আহমেদ ও তৃতীয় হয়েছেন রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলারচর গ্রামের ফয়সাল আহমেদ এবং মতলব দক্ষিণ উপজেলায় ৩ জন বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং উদ্দমদী গ্রামের অশরাফুজ্জামান নাফি,দ্বিতীয় হয়েছেন কালিকাপুর গ্রামের স্কুল শিক্ষক মোঃ শরফুদ্দিন মৃধা ও তৃতীয় হয়েছেন মতলব জেবি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃআল- আমিন।

কুইজ প্রতিযোগিতয় বিজয়ীদেরকে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাবাসী অভিনন্দন জানিয়েছেন।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ৩ জুলাই ২০২০