“মিথ্যা নয়, সত্যই হোক আমাদের একতা”—এই শ্লোগানকে সামনে রেখে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা এবং বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার চিত্রনায়ক ডি এ তায়েবের অফিসিয়াল ফ্যান ক্লাবের ২০২৬ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এ কমিটিতে এপেক্স সাঈদ আহসানকে সভাপতি এবং সাংবাদিক অপু চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সংগঠনের চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—প্রধান পৃষ্ঠপোষক শরিফুল ইসলাম, প্রধান উপদেষ্টা মোঃ হারুন উর রশিদ,সিনিয়র উপদেষ্টা এম মানিক মিয়া, উপদেষ্টা জাকির খান, হালিম হাসান হীরা, মুনসুর মানিক, অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু,নিশি আলম।
সিনিয়র সহ-সভাপতি: পিয়াস আফ্রিদি
সহ-সভাপতি: এ কে এ সৈকত, শাওন ভূঁইয়া, ডা. মাজিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক: জাফর হোসেন শিথিল, আব্দুর রহমান, ইয়াকুব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক: হামিদ মিয়া, কোষাধ্যক্ষ আর এস রহমান, প্রচার সম্পাদক: হিরো মনির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ফারহানা পাখি, নারী সম্পাদিকা স্বপ্ন কন্যা সোনালী, আইন ও নীতিমালা সম্পাদক ডি এ আমিন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, আন্তর্জাতিক সম্পাদক আলী আক্কাছ।
কার্যনির্বাহী সদস্য: মোঃ ফরিদ খান, বৈরাগী সুজন, কানিজ ফাতেমা, এনাম চৌধুরী খোকন, বেলাল হোসেন, এস জি ফয়সাল ও রাসেল মিয়া।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সেই ধারাবাহিকতায় অনুমোদিত এ কমিটি ২০২৬ সালব্যাপী সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, ২০২০ সালে সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই দেশব্যাপী সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে করোনা মহামারি ও বিভিন্ন দুর্যোগকালে সংগঠনটির মানবিক অবদান প্রশংসিত হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, আগামী দিনগুলোতেও সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আরও গতিশীল ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক/
১২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur