ডিএমপির পুরস্কার ঘোষিত জঙ্গি সিহাব গ্রেফতার

লালমাটিয়ার ‘শুদ্ধস্বর’ এর প্রকাশক আহমেদ রশিদ টুটুল হত্যা চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ডিএমপির পুরস্কার ঘোষিত জঙ্গি সুমন হোসেন পাটোয়ারি ওরফে সাকিব ওরফে সিহাব ওরফে সাইফুলকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সিহাবসহ আরো পাঁচজন এই হত্যা মিশনে অংশ নেয়। আর এই পাঁচজনকে সমন্বয় করে শরীফ।

বৃহস্পতিবার (জুন ১৬) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, সিহাব এইচএসসি পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। পরে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেয়। দেড় মাসের সামরিক প্রশিক্ষণ নিয়ে টুটুল হত্যার অংশ নেয় সে।

তিনি বলেন, গত ১৩ জুন (সোমবার) কামরাঙ্গীরচর এলাকা থেকে সৈয়দ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মানী ওরফে আরাফাতকে গ্রেফতার করে ডিবি। পরে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সিহাবকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, আজিজ সুপার মার্কেটে ‘জাগৃতি’ প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যায় জড়িতদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডটি সমন্বয়কের দায়িত্বে ছিলেন সেলিম।

এই দু’টি হত্যার সমন্বয়ককারী সেলিম ও শরীফকে গ্রেফতার করতে পারলে এ বিষয়ে আরো তথ্য জানা যাবে বলেও জানান মনিরুল ইসলাম।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৩:১৫ পিএম, ১৬ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share