Home / সারাদেশ / শিক্ষার্থীরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশের কারিগর : ডা. দীপু মনি
ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি : ফাইল ছবি

শিক্ষার্থীরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশের কারিগর : ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষার্থীরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশের কারিগর। তাদের হাত ধরেই দেশে পরিবর্তন আসবে। শিক্ষার্থীরা একেকজন হবে চ্যাম্পিয়ন অব চেঞ্জ। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে শেখ হাসিনার সরকার পাশে আছে।’

১৭ জানুয়ারি শুক্রবার সকালে কুমিল্লায় ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যে ৩০ অর্জন। চতুর্থ শিল্পবিল্পবের সফল অংশীদার হওয়ার লক্ষ্যে সরকার যোগ্য আধুনিক বিজ্ঞান মনষ্ক, সুস্থ-সবল একটি জাতি গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এ মিলন মেলা ও আনন্দের মধ্য দিয়ে শিশুরা শারিরীক, মানসিকভাবে সুস্থ, সবল মানুষ হিসেবে গড়ে ওঠবে। সুনাগরিক হবে। তোমাদের এ পথ চলায় তোমাদের পাশে শেখ হাসিনার সরকার আছে। আমরা আছি, আমরা থাকব ইনশাল্লাহ।’

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।

আরো পড়ুন- আমেরিকা ও জাপানকে বলেছি বাংলাদেশের খয়রাতের প্রয়োজন নেই

কুমিল্লা করেসপন্ডেন্ট, ১৭ জানুয়ারি ২০২০