Home / চাঁদপুর / ডা. দীপু মনির সুস্থ্যতায় চাঁদপুরে দোয়া
ডা. দীপু মনির সুস্থ্যতায় চাঁদপুরে দোয়া

ডা. দীপু মনির সুস্থ্যতায় চাঁদপুরে দোয়া

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির সুস্থ্যতা কামনায় পুরাণবাজারে মিলাদ ও দোয়া শনিবার (৩০ এপ্রিল) বাদ আছর অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন রিয়াদের উদ্যোগ পুরাণ বাজার শাহী জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহী জামে মসজিদের ইমাম মুফতি শাখাওয়াত উল্ল্যাহ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূরু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ বেপারী, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুব বেপারী, জামিল হায়দার, যুগ্ম-সম্পাদক অনু, প্রচার সম্পাদক সোলায়মান হোসেন রাজু, শহর যুবলীগ নেতা নেয়ামত মোল্লা, জেলা ছাত্রলীগ নেতা মিশু, কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. অপু, ছাত্রলীগ নেতা আরিফ, সাগর, মুরাদ, রাজু সহ অন্যান্য নেতা-কর্মী ও মুসুল্লিরা।

প্রসঙ্গত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গত কিছুদিন যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

]মাজহারুল ইসলাম অনিক[/author] : আপডেট ২:৩০ এএম, ০১ মে ২০১৬, রোববার
ডিএইচ