Home / চাঁদপুর / ডা. দীপু মনিকে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের শুভেচ্ছা
ডা. দীপু মনির সাথে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম

ডা. দীপু মনিকে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের শুভেচ্ছা

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। শুক্রবার রাতে মিশন রোডস্থ তাঁর বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি মুনাওয়ার কানন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পাঠান, ওয়াদুদ রানা, কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন ও সদস্য তালহা জুবায়ের।

এ সময় ডা. দীপু মনি এমপি বলেন, আমি এমপি নির্বাচন করতে এসে প্রথম দিন থেকেই আপনাদের সহযোগিতা পেয়ে আসছি। আপনারা সবসময়ই আমাকে সাহায্য-সহযোগিতা করে আসছেন। এ জন্যে আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু বিগত কয়েক মাস ধরে চাঁদপুরের সাংবাদিকদের কার্যক্রম আমার পছন্দ হয়নি। সাংবাদিকদের মধ্যে থেকে নীতি নৈতিকতা উঠে গেলে তা আমাদের জন্যে ভালো নয়। আমি আমার সততার প্রশ্নে আপোষ করবো না। আপনারা আগামিতে ভালো করুন, এই প্রত্যাশা করছি।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ৪৫ এএম, ১২ মার্চ ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply