অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশ করার পর অবশেষে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের মেঘনা ডায়াগনষ্টিক সেন্টারটি বুধবার (২ নভেম্বর) দুপুরে সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নানা অনিয়মের অভিযোগে লাইসেন্স ও অনুমোদনহীন মেঘনা ডায়গনস্টিক সেন্টারটি সীলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মাহাবুবুর রহমান ও এএসআই খোরশেদ আলম ।
ভ্র্যামমাণ আদালত সূত্রে জানা যায়, নায়েরগাঁও বাজারে ভুয়া টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা-নিরীক্ষার করার নামে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা এবং টিনের ঘরে এক্স-রে মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষদের সাথে প্রতারণা করায় এ ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেয়া হয়েছে।
২১ অক্টোবর সরজমিনে গিয়ে নানা অনিয়মের চিত্র দেখা যায়। নিয়ম-নীতির তোয়াক্কা না করে রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে হাজার হাজার টাকা। রেডিওগ্রাফার টেকনিশিয়ান রক্ত প্রশ্রাব-পায়খানা পরীক্ষার ল্যাব টেকনিশিয়ান ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছিলো। এমবিবিএস ডাক্তারের পরামর্শ বা নির্দেশনা ও প্রেসক্রিপশন ছাড়াই তাদের খামখেয়ালি মত বিভিন্ন রোগের নাম করে পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কতৃপক্ষরা।
ঘটনাস্থলে গিয়ে আরো জানা যায়, মাধব চন্দ্র হালদার ও শ্যালক পলাশ চন্দ্র হালদার মিলেই ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সংক্রান্ত তথ্যবহুল জনগুরুত্বপূর্ণ সংবাদটি ২২ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসে গুরুত্বের সাথে প্রকাশ হয়। সংবাদটি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের নজরে আসলে বুধবার (২ নভেম্বের) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ডায়াগনস্টিক সেন্টারটি সীলগালা করে দেয়া হয়।
এ সংক্রান্ত আগের প্রতিবেদনটি দেখুন- মতলবে টিনের ঘরে এক্স-রে মেশিন : নেই টেকনিশিয়ান
।। আপডটে, বাংলাদশে সময় ১০:৫১ পিএম, ২ নভেম্বর ২০১৬, বুধবার
এইউ