আয়কর অফিস চাঁদপুর, কর অঞ্চল কুমিল্লার আয়োজনে বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়াগণস্টিক মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাথে উৎস কর কর্তণ বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার (১৪ মার্চ ) সকালে চাঁদপুর স্টেডিয়াম রোড আয়কর কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার সামস উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার ইখতিয়ার উদ্দিন আহমেদ, রেঞ্জ ৪ চাঁদপুরের যুগ্ম -কর কমিশনার মো.মাহমুদুল হাসান ভূঁইয়া।
বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়াগণস্টিক মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ শহীদ উল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সদস্য ও চাঁদপুর আয়কর সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল্লাহ আল ফারুক, পদ্মা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. সফিউল্ল্যাহ, প্রিমিয়ার হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মোবারক হোসেন, নিউ মেডিনোভা ডায়াগণস্টিক সেন্টারের পরিচালক রমেশ দেবনাথ, মীম ডায়াগণস্টিক সেন্টারের পরিচালক কার্তিক চন্দ্রসহ চাঁদপুরেরর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারেরর পরিচালক।
প্রতিবেদক-কবির হোসেন মিজি
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ৫০ পিএম, ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur