জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২১ অবহিতকরণ ও বস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, আমাদের আরো বেশি প্রচারণা দরকার মানুষকে সচেতন করতে। ক্লোজডোরে সভা না করে বাইরে সচেতনতামূলক প্রচারণা করতে হবে। জনগণের সুরক্ষার জন্য সরকার কি আইন করেছে তা সকলকে জানাতে হবে। কোন অভিযোগকারী অভিযোগ করলে তিনি জরিমানার ২৫ শতাংশ পাবেন তা আমাদের সকলকে জানাতে তহবে।
জেলা প্রশাসক বলেন, ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তারদের চেম্বারের ফিস নির্ধারণ করে দেওয়া উচিত। ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে বিভিন্ন রকম টেষ্ট করে রোগীদের বিভিন্ন ধরনের বিল ধরিয়ে দেওয়া হচ্ছে, তা একটি নীতিমালায় আনা উচিত। ঔষধের দোকানগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট জরুরী। ভোক্তা অধিকারের সভা থেকেই তা উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাতে হবে। ভোক্তারা সচেতন হলে মুনাফা ভোগীরা বেশী সুবিধা করতে পারবে না।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যলয়ের সহকারী পরিচালক নূর হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা ক্যাবের সভাপতি ও বাবুরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম হোসেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৮ নভেম্রব ২০২১