ডাক বিভাগ ই-পোস্ট সেন্টার উদ্যোক্তাদের ওরিয়েন্টেশন কর্মশালা

কুমিল্লা ডাক বিভাগের ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তাদের ওরিয়েন্টেশন ও অপারেশনাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) সকালে নগরীর নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপি কর্মশালা চলে।

বাংলাদেশ ডাক বিভাগ কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আজিজুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া, কুমিল্লার প্রধান পোস্ট অফিসের পোস্ট মাস্টার মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ ডাক বিভাগ কুমিল্লা বিভাগের আওতাধীন দুই শতাধিক ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এ ওরিয়েন্টেশন ও অপারেশনাল প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : আপডেট, বাংলাদেশ সময় ০৬:০০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Share