মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আপরকাঠি গ্রামের বিল্লাল দেওয়ানের স্ত্রী মারুফা বেগম (২৮)। বুকে ব্যথা তাই ডাক্তার দেখাতে যাচ্ছিলেন ঢাকাতে।
তিন বছরের ছেলে আবু তালহাকে নিয়ে দুলাভাই শামীম ব্যাপারীর সঙ্গে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন লঞ্চে করে। কিন্তু ডাক্তার আর দেখানো হল না তার।
সোমবার রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়।
সোমবার রাত পৌনে ৮টার দিকে মারুফা এবং ছেলে আবু তালহাকে টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল কবরস্থানে দাফন করা হয়। দুলাভাই শামীম ব্যাপারীর বাড়ি সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায়। তাকে ওই এলাকায় দাফন করা হয়।
বার্তা কক্ষ, ১ জুলাই ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur