Home / চাঁদপুর / ‘ডাক্তারদের কর্মস্থলে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা চালু হয়েছে’
ডাক্তারদের কর্মস্থলে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা চালু হয়েছে

‘ডাক্তারদের কর্মস্থলে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা চালু হয়েছে’

১৪ নভেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে সভায় চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল

‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’-এ শ্লোগানকে সামনে নিয়ে আগামী ১৪ নভেম্বর সারাদেশের ন্যায় চাঁদপুরেও এ ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, “সরকারের কর্মকর্তাদের মাঝে সৌহার্দ বজায় রাখা অপরিহার্য। আমাদের কর্মপরিকল্পনার মাঝে স্বাস্থ্য বিভাগও রয়েছে। সরকারের ইচ্ছা স্বাস্থ্যসেবা জনগণের দৌরগড়ায় পৌঁছে দেয়া। ইতোমধ্যে তা পৌঁছে গেছে। বর্তমানে ডাক্তারদের কর্মস্থলে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দেয়া চালু হয়েছে। আগামী ২ বছরের মধ্যে এ ক্যাপসুল খাওয়াতে আর বাড়ি বাড়ি যাওয়ার দরকার হবে না। প্রত্যেক পরিবারে মোবাইল ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে কোথায়, কীভাবে তাদের সন্তানদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৪ নভেম্বরের চ্যালেঞ্জ মোকাবেলায় সকল পদক্ষেপ নেয়া হবে। যাতে একটি শিশুও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বিরত না থাকে।”

জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে ও ডা. আশরাফ আহমেদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সামছুন্নাহার, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আকতার হোসেন, ডা. বদরুন নাহার চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোঃ জাহাঙ্গীর খান, প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পদাক রহিম বাদশা, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ১৪ নভেম্বর ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

আনোয়ারুল হক

 

|| আপডেট: ০৮:৪২ পিএম,০২ নভেম্বর ২০১৫, সোমবার

এমআরআর