মতলব দক্ষিণ উপজেলায় ডাকাতি মামলার অন্যতম আসামি মো. আবু সাঈদকে (৩২) আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
অভিযান পরিচালনা করেন থানার উপপরিদর্শক আবদুল আউয়াল। গ্রেফতারকৃত আবু সাঈদ কাশিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ২০১২ সালে কাশিমপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরে থানায় একটি ডাকাতির মামলা হয়। ওই মামলায় আবু সাঈদকে অন্যতম আসামি করা হয়। আবু সাঈদ ওই মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
১২ মার্চ শুক্রবার সকালে চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১২ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur