Tuesday, 05 May, 2015 12:15:28 PM
কুমিল্লা করেসপন্ডেন্ট:
ডাকাতিয়া নদীতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ ইউনিয়নের হামিরাবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবদুল্লাহ (১১) ও আবদুর রহমান (৯)। তারা দুজন ওই গ্রামের অহিদুর রহমানের ছেলে।
নিহতদের পরিবারের সূত্র জানায়, ঢাকার ব্যবসায়ী অহিদুর রহমান কয়েকদিন আগে পরিবার নিয়ে বাড়িতে বেড়াতে আসেন। সোমবার ঢাকায় ফিরতে সবাই প্রস্তুতি নিচ্ছেলেন। এসময় ওই দুই শিশু বাড়ির পাশের ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। এরপর দুপুরে ওই দুই শিশুকে নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার ইসমাঈল হোসেন জানান, হাসপাতালে আনার আগে দুই শিশুর মৃত্যু হয়েছে।
চাঁদপুর টাইমস/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur