ডাকাতিয়া নদীতে একদিন পর ভেসে উঠেছে বৃদ্ধের লাশ

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। নিজের বাড়ির পাশে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারালেন ৭০ বছরের এক বৃদ্ধ মো. মজিবুল হক পাটোয়ারী। ১৭ নভেম্বর সোমাবর দুপুর দুইটার দিকে ঘটনাটি ঘটেছে।

পরিবার জানায়, তিনি প্রতিদিনের মতোই গোসল করতে নদীতে নামেন। ধারণা করা হচ্ছে, সেই সময়ই তিনি পানিতে ডুবে যান এবং আর উঠতে পারেননি।

ঘটনার পরপরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি। সারাদিনের ব্যর্থ অনুসন্ধানের পর তারা ধারণা করেন তিনি নদীর স্রোতে ভেসে গেছেন।

অবশেষে পরদিন ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ডাকাতিয়া নদীর পাড়েই ভেসে ওঠে তার নিথর দেহ। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আবুল কালাম গাজী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেন।

মৃত ব্যক্তির বাড়ি চাঁদপুর সদর উপজেলার শাহতলী পাইকদি গ্রামে। তার বাবার নাম মৃত ইয়াকুব আলী। উদ্ধার শেষে পুলিশ লাশটি হাসপাতালে নিয়ে যায় প্রক্রিয়া সম্পন্ন করে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট/
১৮ নভেম্বর ২০২৫