ডাকাতিয়া নদীতে কিশোরীর অর্ধ গলিত লা শ উদ্ধার, ট্রলার চালক গ্রেপ্তার
চাঁদপুর শহরের দর্জিঘাট গুনরাজদী বেপারী বাড়ির সামনে ডাকাতিয়া নদী থেকে নিখোঁজের পাঁচ দিন পর ফারজানা আক্তার ফাতেমা (১২) নামের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ নভেম্বর রোববার সকালে স্থানীয় এক জেলে নদীতে নৌকায় মাছ ধরার সময় কচুরিপানার মাঝে ভেসে থাকা একটি বস্তু দেখে প্রথমে পুতুল ভেবেছিলেন। পরে লাঠি দিয়ে কচুরিপানা সরিয়ে তিনি বুঝতে পারেন এটি একজন নারীর মরদেহ। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানান।
চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এদিকে কিশোরীর পরনের পোশাক ও হাতে থাকা ব্যাসলাইট দেখে মরদেহের পরিচয় নিশ্চিত করেন তার বাবা আলী হোসেন। তিনি জানান, তার মেয়ে ফারজানা গত বুধবার বিকেলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। তাদের বাড়ি চাঁদপুর শহরের ৫ নং কয়লাঘাট এলাকায়।
এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, গত ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর পুরানবাজার এলাকায় ট্রলারচালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর পাশের আরেকটি ট্রলারের চালকেরা মনিরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।
ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্তে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৩ নভেম্বর ২০২৫