চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ রিং জাল জব্দ করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার ছিকুটিয়া অংশে ডাকাতিয়া নদীতে অবৈধ রিং জাল দিয়ে ছোট মাছ নিধন করার অপরাধে এ অভিযান পরিচালনা করেন।অভিযানে ৪৫টি অবৈধ রিং জাল জব্দ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা বলেন
“অবৈধভাবে মাছ শিকারের সরঞ্জাম উদ্ধারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পাতা রিং জাল উদ্ধার করা হয়। এ ধরনের জাল ছোট মাছ ও মাছের পোনা ধ্বংস করে, যা নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।”
স্থানীয়রা জানান, অবৈধ জালের কারণে ছোট মাছের পোনা ধ্বংস হয়ে নদীতে মাছের সংখ্যা কমে যাচ্ছে, এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানায় অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/২৩ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur