চাঁদপুরে ডাকাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ৫

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটি বোঝাই ট্রলারের ৫ শ্রমিক নিহত হয়েছে। ৩১ জানুয়ারি সোমবার ভোরে চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে ১১ শ্রমিকের মধ্যে ৬ জন প্রাণে বেঁচে যান।

নিহতরা হলেন, আউয়াল মাঝি (৫৫) মোবারক হেসেন( ৩৫), নাছির হোসেন (৩২), আলামিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। নিহতদের সকলের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। নিহতরা চাঁদপুরে স্থানীয় ব্রিকফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ট্রলারে শ্রমিক ফরিদ হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ‘আমরা মাটি ভর্তি ট্রলার নিয়ে আমাদের সাইড দিয়েই যাচ্ছিলাম। মমিনপুর এলাকায় পার হবার সময় কুয়াশায় কারণে উল্টো দিক থেকে আসা এমভি ইকবাল হোসেন-১ নামে একটি বালুবাহী বাল্কহেড আমাদের ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। এতে আমাদের ট্রলারটি পানিতে ডুবে যায় এবং ট্রলারের থাকা আমাদের ১১ জন যাত্রীর মধ্যে ৫জন নিহত হয়।’

এদিকে খবর পেয়ে, চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ভট উদ্ধার তৎপরতা চালায়। বর্তমানে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতার ভিড় করছে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান চাঁদপুর টাইমসকে জানায়, আমরা এ পর্যন্ত বাল্কহেড থেকে ৫ জনের মৃতদেহ পেয়েছি। তবে বাল্কহেডটি এখনো নদীতে ডুবন্ত অবস্থায় রয়েছে।

চাঁদপুর নৌ থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের ৪ জনকে আটক করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক: আশিক বিন রহিম, মাজহারুল ইসলাম অনিক, ৩১ জানুয়ারি ২০২২

Share