চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ব্রিজ এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে এক কি.মি, জুড়ে দৃষ্টিনন্দন ওয়ার্কওয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
শনিবার ১৪ অক্টোবর বিকেলে ওয়াকওয়ের পূর্ব পাশে ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথি বক্তব্য বলেন,‘এটি নির্মাণের উদ্দেশ্য হচ্ছে নদীর পাড় ঘিরে একটি নান্দনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলা। দীর্ঘস্থায়ীভাবে নদী ভাঙন থেকে পাড়কে রক্ষা করা এবং পর্যটন কেন্দ্রিক কর্মসংস্থান ও আত্মসমাজিক উন্নয়নে অবদান রাখবে।’

তিনি আরো বলেন, ‘এ ওয়াকওয়ে থাকবে সম্পূর্ণ ইঞ্জিন চালিত যানবাহন ও ধূমপান মুক্ত। পাশাপাশি এখানে বিনোদন পার্ক, আধুনিক রেস্তোরাঁ ব্যবস্থা ও পার্কিং ব্যবস্থা রাখা হচ্ছে। তাছাড়া পর্যটকদের জন্য নদীতে প্যাডেল চালিত নৌ-যান থাকছে। যেটি পুরো চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পাবে।’
মেজর রফিক বলেন,‘ওয়াকওয়েতে হাঁটাহাঁটি করার পর যেন বিশ্রাম নিতে পারে সেজন্য বেন্ঞের ব্যবস্থা করা হয়েছে। এখানে বসে ডাকাতিয়া নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে পারবে। এর বাইরেও সকাল-বিকাল সূর্যোদয়, সূর্য অস্ত দেখতে পারবে বেড়াতে আসা পর্যটকরা। এটি নির্মাণ করতে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয় হয়েছে।’
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.মোস্তফা কামাল।
সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।
বক্তব্য দেন-চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকবাল পাটওয়ারী, শাহারাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ, শাহারাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী,হাজিগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুবুল আলম লিপন ও শাহারাস্তি পৌরসভার মেয়র হাজী মো.আব্দুল লতিফ প্রমূখ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,১৪ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur