Tuesday, July 21, 2015 11:09:59 PM
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের আসাম রাজ্যের আদিবাসীদের একটি গ্রামে ডাইনী সন্দেহে এক বৃদ্ধাকে নগ্ন করে শিরোচ্ছেদ করা হয়েছে।
পুলিশের স্থানীয় এক কর্মকর্তা সামাদ হুসেন বলেন, রাজ্যের সোনিতপুর জেলার ঐ গ্রামে গত কিছুদিন ধরে অসুখ বিশুখ ছড়িয়ে পড়ছিল, এবং তার জন্য গ্রামবাসীরা ৬৩ বছরের পুরনি ওরাংকে দায়ী করা শুরু করে।
হত্যাকাণ্ডের জন্য পুলিশ দুজন মহিলা সহ সাতজনকে আটক করেছে। আসামে অনেক আদিবাসী সমাজে এবং চা শ্রমিকদের মধ্যে মহিলাদের ডাইনী হিসাবে সন্দেহ করার চল রয়েছে।
গত বছর অক্টোবর মাসে, দেবযানী বোরা নামে ভারতের জাতীয় পর্যায়ের অ্যাথলেটকে ডাইনী হিসাবে অভিযুক্ত তাকে বেদম মারধর করা হয়।
রাজ্য পুলিশের দেওয়া হিসাবে, গত ছ বছরে ডাইনী সন্দেহে আসামে ৯০ জনকে হয় মাথা কেটে না হয় জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। এদের সিংহভাগই মহিলা।
কুসংস্কারই এসব হত্যাকাণ্ডের পেছনে প্রধান কারণ, তবে অনেক সময় বিধবা মহিলাদের সম্পত্তি হাতিয়ে নিতে পরিকল্পিতভাবে তাদের ডাইনী হিসাবে অভিযুক্ত করার নজিরও রয়েছে।- বিবিসি
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur