Home / জাতীয় / দেশে মাথাপিছু আয় ২,২২৭ মার্কিন ডলারে
Budged

দেশে মাথাপিছু আয় ২,২২৭ মার্কিন ডলারে

জাতীয় সংসদে বৃহস্পতিবার ৩ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট (প্রস্তাবিত) উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে ৫০ তম এ বাজেট।

দেশে মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। ২০০৫-২০০৬ অর্থবছরে এ আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার।

২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটের তথ্য অনুসারে,গত ১৫ বছরে দারিদ্র্যের হারও কমে অর্ধেক হয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে দারিদ্র্যের হার ৪১ দশমিক পাঁচ শতাংশ হলেও, বর্তমানে এ হার ২০ দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য দশমিক ৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

এ ছাড়া,মানুষের গড় আয়ুও বেড়েছে। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ছয় বছর। ২০০৫-২০০৬ অর্থবছরে গড় আয়ু ছিল ৬৫ দশমিক চার বছর।

ঢাকা বুরো চীফ,৩ জুন ২০২১