জাতীয়

ডজন খানেক ভূয়া টেলিভিশন চ্যানেলের খোঁজে সরকার

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:

ওই চিঠির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওই সব ভুয়া টেলিভিশনের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়কেই ব্যবস্থা নিতে হবে। আইন অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ই ব্যবস্থা নিতে পারে।

তথ্য সচিব মরতুজা আহমদ জানান, ভুয়া কিছু টেলিভিশনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আখতারুজ্জামান তালুকদার জানান, তথ্য মন্ত্রণালয়ে আসা একটি বেনামী চিঠির সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ওই চিঠি দেওয়া হয়।

বাংলাদেশে বর্তমানে ৪৩টি বেসরকারি টেলিভিশনের সরকারি অনুমোদন রয়েছে। এর মধ্যে দুটি টেলিভিশনের লাইসেন্স স্থগিত রয়েছে, সম্প্রচারে আছে ২৩টি বেসরকারি টেলিভিশন।

তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বেনামী চিঠিতে ফিল্মি বাংলা টিভি, বেঙ্গলি মুভি এসকে টিভি, চ্যানেল-৫, চ্যানেল-৭, ডিএম টিভি, মুভি বাংলা টিভি, বাংলা মিউজিক টিভি, এসবি টিভি, সিটিজি টিভি, আনন্দ বাংলা টিভি, সিটিএন টিভি এবং রং টিভির নামে প্রতারণা করা হচ্ছে অভিযোগ ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “বাস্তবে এসব টেলিভিশনের কোনো অস্তিত্ব দেখা না গেলেও পরিচয়পত্র এবং ভিজিটিং কার্ড ছাপিয়ে ওই সব টেলিভিশনের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন জনকে ভয় দেখিতে অর্থ হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, যে কাজের জন্য তথ্য মন্ত্রণালয় আমাদের চিঠি পাঠিয়েছে নিজেরাই তা করতে পারে।

“আইন অনুযায়ী, তথ্য মন্ত্রণালয় ওই সব ভুয়া মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আর কারও বিরুদ্ধে মামলা করতে হলে তথ্য মন্ত্রণালয়ের কাউকেই বাদী হতে হবে।”

তথ্য মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে ভুয়া টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে অভিযান চালাতে এখনও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান অতিরিক্ত সচিব আবু হেনা।

আইন অনুযায়ী তথ্য মন্ত্রণালয় পুলিশের শরণাপন্ন হলে ওই সব ভুয়া মিডিয়ার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। (বিডিনিউজ)

Share