ঠিকানাহীন মায়ের পাশে সাবেক সেনা সদস্য
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,চাই একটু সহানুভূতি’ বয়স প্রায় ৭০ বছরের উর্ধ্বে। নির্দিষ্টভাবে নিজের ঠিকানা বলতে পারে না, শুধু নিজের নাম ময়ূর পাখি আর গ্রাম বিজয়নগর এর বেশী বলতে পারেন না তিনি। কোন জেলা বা উপজেলা কিছুই বলতে পারে না।
সাত দিন যাবত মতলব দক্ষিণ উপজেলার সদরের মতলব বাজারের স্টিল ব্রিজের পূর্ব পাশে শীতে কাবু হয় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই মহিলাটিকে।নড়াচড়া করতে না পারায় ওখানে বসেই প্রসাব পায়খানা করে মহিলাটি। পথচারী কারো নজরে আসলে কেউ কিছু দিলে খায়,না ইলে না খেয়েই থাকে।। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করলেও কেউ তার দিকে ভালোভাবে তাকাইও নি। আজ হঠাৎ এক সেনাবাহিনীর নজরে আসে ওই মহিলাটি। তিনি হলেন সেনাবাহিনীর সাবেক কর্পোরাল সাইদুর রহমান। সাথে সাথে তিনি স্থানীয় কিছু লোকজনদের সহযোগিতা নিয়ে মহিলাটি কে গরম পানি দিয়ে গোসল করিয়ে ভালো কাপড় পরিধান করান।পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তাকে।তবে তার এ সকল কাজে সহযোগিতা করেন এলাকার সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম।
সাইদুর রহমান বলেন, গত সাত দিন যাবত এই বুড়ো মহিলাটি কে এই এলাকায় পড়ে থাকতে দেখি। আমি কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে গরম পানি দিয়ে গোসল করিয়ে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেই। মহিলাটি সুস্থ হলে ঠিকানা জানতে পারলে আত্মীয় এর কাছে কাছে পৌঁছে দেব।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২২ জানুয়ারি ২০২৫