কবিরুল ইসলাম কবির, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি | আপডেট: ০৭:১৫ অপরাহ্ণ, ২৯ আগস্ট ২০১৫, শনিবার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জেলার জনশৃংখলা, নাশকতা, রাষ্ট্রবিরোধী কর্মকান্ড, জঙ্গীবাদের কুফল, ইভটিজিং, বাল্যবিবাহ এবং বিপদ সম্পর্কিত বিষয় নিয়ে জেলা পুলিশ সুপারের সাথে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিপুর থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলার কারিগাঁও মাদ্রাসা মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান প্রধান, ২নং ইউপি’র সাবেক চেয়ারম্যানর বদরুল ইসলাম ও সহকারী শিক্ষক হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রগণ।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫