কুমিল্লায় প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বভাবিক হয়েছে।
এর আগে গত রাত সোয়া ২টার দিকে চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেন ও সবজি ভর্তি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রেনের মাখখানের ১টি বগি লাইনচ্যুত হয় এবং পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেল চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলওয়ে ওভার পাসের নিচে এ দুর্ঘটনা ঘটে। তবে এঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচলে রাত সোয়া ২টা থেকে বিভিন্ন স্টেশানে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দুঘর্টনায় তেমন কোন হতাহত হয়নি। সামান্য ২/১ জন আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ।
এদিকে উদ্ধার কাজে আসা কুমিল্লা রেলপথ বিভাগের উর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুঘর্টনা কবলিত ট্রেনটির মাঝের ৩টি বগি রেখে সামনের ৭টি বগি লাকসাম জংশনে এবং বাকী ৭ টি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেয়া হয়।
রাতেই লাকসাম জংশন ও আখাউড়া লোকোসেড থেকে ২টি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৯টা ২০ মিনিটে উদ্ধার কাজ শেষ হলে এই রুটে ট্রেন চলাচল স্বভাবিক হয়।
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২৯ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur