কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। নিহতরা হল—মিম (১৪) , তাসফিয়া (১৩) ও লিমা(১২)।
লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই তিন স্কুল ছাত্রী প্রতিদিনের মত স্কুলে যায়। বিজয়পুর এলাকায় রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী দ্রুতগতির বিজয় এক্সপ্রেস ট্রেনে তারা কাটা পড়ে। এসময় তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
এ ঘটনার জের ধরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ঢাকা—চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা—নোয়াখালী মহাসড়ক অবরোধ করে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur