Home / চাঁদপুর / চাঁদপুরে ট্রেনের নিচে পড়ে যুবকের আত্মহত্যার বিষয়ে যা বললেন পিতা
ট্রেনের

চাঁদপুরে ট্রেনের নিচে পড়ে যুবকের আত্মহত্যার বিষয়ে যা বললেন পিতা

চাঁদপুর শহরের মুন্সীবাড়ি এলাকায় গত ২৭ আগস্ট রাতে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে মাহতাব উদ্দিন খান নামে এক যুবক।

ছেলেকে মাদকাসক্ত এবং এই ঘটনাকে আত্মহত্যা বলে জানিয়েছেন তার পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি মো. নুর হোসেন খান।

২৯ আগস্ট রোববার গণমাধ্যমকে দেয়া এক লিখিত বক্তব্যে মো. নুর হোসেন খান জানান, আমার ছেলে মাহতাব উদ্দিন খান গত ২৭ আগস্ট আনুমানিক রাত ১০টার দিকে শহরের মুন্সীবাড়ী এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। এই ঘটনায় স্থানীয় কয়েকটি পত্রিকায় পরিবারকে দায়ী করে সংবাদ প্রকাশ করেছে। এতে আমরা খুবই দুঃখ পেয়েছি। আমার ছেলের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

তিনি আরো জানান, আমার ছেলে দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত ছিল। নেশার টাকা ফুরালেই সে আমাদের ওপর অত্যাচার করতো। আমরা স্বামী-স্ত্রী দুজনেই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাই আত্মসম্মানের ভয়ে ছেলের অত্যাচারের কথা কাউকে বলিনি।

তবে এক পর্যায়ে ২০১৯ সালের ৭ মে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। ডায়েরি নং- ৩১৫।

এতকিছুর পরও আমরা ছেলেকে সঠিক পথে নিয়ে আসার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই একজন পিতা হিসেবে বিষয়টি নিয়ে কাউকে বিভ্রান্ত না হবার অনুরোধ জানান তিনি।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ আগস্ট ২০২১