চাঁদপুর টাইমস এক্সক্লুসিভ ডেস্ক:
স্বামী ও মায়ের সঙ্গে ট্রেনে ভারতের রাজস্থানের সুরাটগড় থেকে হনুমানগড়ে যাচ্ছিলেন ২২ বছরের মান্নু। পথেই প্রসব বেদনা শুরু হয় তাঁর। হনুমানগড়ের ১৩ কি. মি. আগে তখন দাঁড়িয়ে ট্রেন। ট্রেনের শৌচাগারে গিয়ে সন্তান প্রসব করেই সংজ্ঞা হারান তিনি। সদ্যোজাত ততক্ষণে পড়ে গেছে রেললাইনে। কিন্তু এরপরও আশ্চর্যজনকভাবে রক্ষা পেল শিশুটি।
ততক্ষণে অনেকক্ষণ ধরে ফিরছেন না দেখে মান্নুর খোঁজে শৌচাগারে যান। সেখানে গিয়ে দেখেন সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন মান্নু। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। হনুমানগড়ে নেমে তাঁরা জিআরপির সাহায্যে মান্নুকে হাসপাতালে ভর্তি করেন।
ইতিমধ্যে স্থানীয় এক বাসিন্দা রেললাইনে কান্নার আওয়াজে ওই সদ্যোজাতকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রেললাইন থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, মা ও শিশু- দুজনই বর্তমানে সুস্থ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur