কুমিল্লার মুরাদনগরে জনরোষের শিকার হয়ে একই পরিবারের তিন জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ৮ জনকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। রিমান্ড শেষে ৮আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
আজ দুপুরে গ্রেপ্তারকৃত ৮ জনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল আদালতের ১১নং আমলী আদালতে উপস্থাপন করে ৭দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামী পক্ষের আইনজীবী তাদের জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক আসামীদের জামিন আবেদন খারিজ করে দিয়ে, প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে এই মামলাটি তদন্তের জন্য কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, মামলার কাগজপত্র গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরাবাজার থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজুর রহমান জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামের মাদক ব্যাবসা ও নানান অপকর্মের অভিযোগে মাদক সম্রাজ্ঞী খ্যাত রোকসানা আক্তার রুবির বাড়ীতে হামলা চালায় গ্রামবাসী। এসময় রুবিসহ তার এক মেয়ে ও ছেলেকে পিটিয়ে হত্যা করে উত্তোজিত জনতা। নিহতরা হলেন রোকসানা আক্তার রুবি তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি। এ সময় মারাত্মক আহত হন রুবির মেয়ে রুমা আক্তার। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাহ শিমুলসহ ৩৮ জনকে এজাহারনামীয় এবং ২৫ জনকে অজ্ঞাতামা ব্যাক্তির বিরুদ্ধে বাংগরা বাজার থানায় অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে র্যাব এবং সেনাবাহিনীর অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০৯ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur