রহস্যময়ভাবে মানুষের হারিয়ে যাওয়ার জন্য আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল বেশ কুখ্যাত। ঐ স্থানের কথা স্মরণ করলে মানুষের মনে ভয় কাজ করে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের চেয়েও ভয়ংকর আরেকটি জায়গা আছে, যা ‘আলাস্কা ট্রায়াঙ্গেল’ নামে পরিচিত। এই আলাস্কা ট্রায়াঙ্গেলে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যানকোরেজ এবং জুনিওর মাঝামাঝি জায়গায় অবস্থিত আলাস্কা ট্রায়াঙ্গেল। এখানে গিয়েই হারিয়ে গেছেন ২০ হাজার মানুষ, যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানবিষয়ক সংস্থা আইএফএল সায়েন্সের তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে অ্যানকোরেজ থেকে জুনিওরে যাওয়ার সময় একটি ছোট বিমান হারিয়ে যায়। ঐ বিমানে দুই জন মার্কিন রাজনীতিবিদসহ মোট চার আরোহী ছিলেন। হঠাৎ করে বিমানটি হারিয়ে যাওয়ার পরই আলাস্কা ট্রায়াঙ্গেল সবার নজরে আসে।
বিমানটি খুঁজে পেতে ওই সময় ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে বিমান এবং এর আরোহীদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আরোহীদের মধ্যে অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্রের আইনসভার প্রধান নেতা থমাস হেল বোগ। আরো ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা তদন্ত কমিটির সদস্য। হেল বোগ ও তার বিমান হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব বের হয়।
মানুষ কেন সেখানে গিয়ে হারিয়ে যায় তার বেশ কয়েকটি কারণ ব্যাখ্যা করা হয়। অনেকে বলেন, আলাঙ্কা ট্রায়াঙ্গেলে অদৃশ্য চুম্বকীয় শক্তি রয়েছে। অনেকে বলে থাকেন সেখানে এলিয়েন আছে। তবে গবেষকদের মতে,ঐ অঞ্চলটি বেশ বিস্তীর্ণ ও বড়। সেখানে অনেক জনহীন এবং প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এ কারণে আলাস্কা ট্রায়াঙ্গেলে মানুষ হারিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না।-উইওন
চাঁদপুর টাইমস রোপোর্ট
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur