মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন, তাদেরকে ঐক্য ও পুনর্মিলনের আহ্বান জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন, তাদের বলছি- আপনাদের হতাশা বুঝতে পারছি। আমিও বহু সময় হেরেছি। তবে এখন একে অন্যদের সুযোগ দেওয়ার সময়
বাইডেন আরো বলেন, আমি এমন একজন প্রেসিডেন্ট হতে চাই, যিনি কাউকে ভাগ করবেন না কিন্তু একতা গড়বেন। যিনি লাল রাজ্য বা নীল রাজ্য হিসেবে দেখবেন না, কেবল যুক্তরাষ্ট্র হিসেবে বিবেচনা করবেন।
এখন একে অন্যের কথা শোনার সময় এসেছে বলেও মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, এখন কঠোর বাকবিতণ্ডা দূরে সরিয়ে রেখে উত্ত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, একে অপরকে আবার দেখতে, একে অপরের কথা শোনার এবং উন্নতি করার জন্য একে অপরকে শত্রু হিসেবে গণ্য করা বন্ধ করতে হবে। কেউ আমাদের শত্রু নয়, আমরা সবাই মার্কিনি।
তিনি আরো বলেন, বাইবেল আমাদের বলে যে, প্রতি বিষয়ের একটি ঋতু রয়েছে; গড়ার সময়, ফসল কাটার সময়, বপন করার সময় এবং নিরাময়ের সময় রয়েছে। এখন আমেরিকা নিরাময় করার সময় এসেছে। সূত্র : সিএনএন
বার্তা কক্ষ,৮ নভেম্বর ২০২০